Thursday, December 3, 2009

আমার প্রেমের তরী - ফেরদৌস ওয়াহিদ

আমার প্রেমের তরী বইয়া চলে
প্রেমের বৈঠা ধইরা
যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা
ও হো হো হো.........।


আমার মন মানষী বইসা আছে প্রেমের বৈঠা ধইরা
যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা
ও হো হো হো.........।


বাঁশরীয়া ছাড়া বাঁশি সুর ধরে না
তুমি আমার মনের বাঁশি, আমি বাঁশরীয়া।
ও হো হো হো.........।।


ঐ না আকাশ কোলে যেমন মেঘ উইড়া যায়
তেমনি তোমার মন পিঞ্জরায় দোলাইও আমায়
ও হো হো হো.........।।

http://www.MegaShare.com/636825
Password: amar

0 comments:

Post a Comment