Thursday, December 3, 2009

নীলা - প্রতিক হাসান

নীলা তুমি আবার এসো ফিরে
ভালবাসা কাঁদে আজো বুক চিরে চিরে
তুমি নেই প্রেম নেই, কিছু নেই।।


বিরহের কি বেদনা
আমি ছাড়া কেউ তা জানে না।
তুমি না এলে এ ব্যাথা কোনদিন
মুছে আর যাবে না।।


পড়ে আছি একা আধারে
নেই শান্তি, এই জীবনে।


আমিতো পুড়ি নীরবে,
প্রতিদিন বিরহের আগুনে।।
http://www.MegaShare.com/638850
Password: nila

0 comments:

Post a Comment