Thursday, December 3, 2009

নকশি ফুলের রুমাল - কনকচাঁপা ও মনির খান

নকশি ফুলের রুমাল পাঠাইলাম বন্ধু আমার
বন্ধু আমার ভুইলোনারে নাম।।


রাইতের বেলায় রাইখো তারে শিথানে বাধিয়া
আমার হাতের গন্ধ শুকে যাইওরে ঘুমাইয়া
ঘুমাইলেও তোমায় আমি স্বপনে দেখিব
জাগিলেও নকশি রুমাল পাগল বানাইবো
দিনের বেলায় মুইছো মুখের ঘাম
বন্ধু আমার ভুইলোনারে নাম।।


নকশি ফুলের রুলাম যে পাইলাম
জীবন মরন তাতে বান্ধিলাম।


রুমালের ভাজে ভাজে পাঠাইলাম অন্তর
মাঝে মাঝে সেই অন্তরের নিও তুমি খবর
বুকের ভিতর বসত তোমার মনে বাঞ্ছ ঘর
অন্তরে আছগো তুমি সেই অন্তরের দোসর


আমি রাধা, তুমি রাধার সাম।
বন্ধু আমার ভুইলোনারে নাম।।


নকশি ফুলের রুলাম যে পাইলাম
প্রেমের দামে তারে কিনিলাম।।

http://www.MegaShare.com/636798
Password: nokshi

0 comments:

Post a Comment