একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো ফেলা যে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।
তোকে ছাড়া হয়না টিউন, হয়না লেখা
বৃষ্টির সাথেও এখন হয়না দেখা,
থমকে যায় হয় মনে এইবুঝি এসে ডাক দিবি
থমকে যায় পরক্ষনে, কেন হয় যে এমন।
একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়র,
টিশার্ট জিন্সগুলো ফেলা যে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment