কেন এই নিঃস্বঙ্গতা, কেন এই মোণতা
আমাকে ঘিরে।
কেউ না জানুক কার কারণে,
কেউ না জানুক কার স্মরণে
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।
স্বপ্নগুলো অন্য কারো, ভূল গুলো আমারি
কান্নাগূলো থাক দুচোখে, কষ্ট আমারি
ভেবে নেব প্রেমালয়ে আজ আধারি ।
কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।
ইচ্ছেগুলো থাক হৃদয়ে, ব্যর্থতা আমারি
সুখ নাহোক অন্য কারো, দুঃখরা আমারি
ভূলে যাবো মন কেন আজ ফেরারী।
কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নীরবে হায়,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment