Saturday, November 14, 2009

রিমঝিম রিমঝিম - সোল্‌স

রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে
মন ধরিয়ায় তুফান উঠে,
উড়ু উড়ু হাওয়াতে আজ ধুম লেগেছে পাগলা তালে।
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়,
মনের খবর তাকে কি করে জানায়।
আকাশ হলে তোমার চোখে হারাতাম
মেঘ হলে তোমায় উড়িয়ে নিতাম
নদী হলে ঠিকি খুজে পেতাম
হয়তো হৃদয়ের মোহনায়।
রাত্রি হলে কাছে যেতাম
দুপুর গড়িয়ে সন্ধ্যা হতাম
ভোর হলে ঠিকি খুজে পেতাম
হয়তো তোমারি ঠিকানা।

0 comments:

Post a Comment