দাগে দাগাইয়া
ছাড়িয়া যাইওনা রে
বন্ধু মায়া লাগাইয়া ।।
জড়াইয়া মায়ারও ডুরে
পিরিতে বান্ধিয়া মোরে
খেলাইও না হৃদয়টা রে লইয়া
হাতে ধইরা ছাইড়ো না হাত
সামনে আগাইয়া ।।
মিছা সুখে না হাসাইও
দুঃখ দিয়া বুক ভাসাইও
যাইওনা গো মনভোলা'রে থইয়া
বেহায়া রে লাত্থি মাইরা
দিস না ভাগাইয়া ।।
কতো গুণী ধনী মানী
করতে পারো পাগলিনী
মরছি তুমার প্রেমের পাগল হইয়া
প্রেমভাবে পাগল হাসানের
ভাব জাগাইয়া ।।
0 comments:
Post a Comment