Sunday, March 14, 2021

সে ভাব উদয় না হলে: লালন

 সে ভাব উদয় না হলে।
কে পাবে সে অধরচাঁদের বারাম কোন দলে॥
ডেঙ্গাতে পাতিয়ে আসন
জলে রয় তার কীর্তি এমন
বেদে কি তার পায় অন্বেষণ
রাগের পথ ভুলে॥
ঘর ছেড়ে ছানচেতে বাসা
কুপথে তার যাওয়া আসা
না জেনে ভেদ খোলসা
কথায় কি মেলে॥
জলে যখন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে কে পায়
লালন তেমনি সাধন দাঁড়ায়
প’লো গোলমালে॥

0 comments:

Post a Comment