Monday, August 24, 2015

কে জানে কে তুই

কে জানে কে তুই ,
রাত দিন তোকেই শুনি,
স্বপ্নে শুধু তোকেই ছুঁই,
ফেসবুক থেকে বেরিয়ে যেদিন এই বুকে এলি
থমকে গেছিলো অতীত-ব্যর্থ প্রেমের পিছুটান,
থমকে গেছিলো ট্রাফিক সিগন্যালে বেজে ওঠা রবিঠাকুরের গান,
থমকে গেছিলো আর অনেক কিছু 
কে জানে কে তুই,
ছাড়লাম সব কালো...

তোরি কারণে বন্য শহরটারে অন্য লাগে তোরি বারণে ,
তোরি কারণে বোবা ডাইরি পেলো ভাষা,
সে ভাষাতে তোকে ভাসাবোই 
কে জানে কে তুই,
কে জানে কে তুই,
কে জানে কে তুই


আর পিছু ডাকবোনা তোমাই
বলবোনা কেমন আছো
শুধু এটুকুই জানি
তুমি আজ রাজরানী হয়ে লিখেছ নতুন জীবনের কাহিনী,
বেশ কয়েকটা বছর হয়েছে পার 
তুমি ছেড়েছো আমার এ হৃদয়ের সমুদ্র পার,
তবুও এই সমুদ্রে ঢেউ ওঠে
নোনা জলে ঝাপটাই দুই চোখ ঝাপসা দেখে
এই পুরোনো পৃথিবীটাকে 
আর অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভীড় করে আসে
ভীড় করে আসে আমার ভাবনার রাতের আকাশে
জানি এই রাতে তুমি তোমার প্রিয়জনের সাথে 
অনুভূতির দেশে।।

0 comments:

Post a Comment