ছুটি শেষে দৌড়ে এসে
যে ছেলেটা চড়তো বাবার কাঁধে
২৫ বছর পর সেই ছেলেটা
বদলে গেল কোন সে অপরাধে
পৃথিবীর কাছে প্রশ্ন রেখে
সেই বাবাটা ফিরছে আজও বাড়ি
বাবার কাঁধে ছেলের কফিন
কতটুকু ভারী . . .
বাবাই ছিল প্রিয় বন্ধু
অভিযোগ অভিমানে
বাবাই ছিল স্বপ্নপুরুষ
জীবনের অন্য মানে
সেই ছেলেটা বদলে গেল
২৫ বছর পরে
ভেঙ্গে দিয়ে স্বপ্ন বাবার
কোন সে মাতাল ঝড়ে
বড় হয়ে নিজের মত
অনেক পথের বাঁকে
কেউ জানে না ছেলেটা যে
কোথায় কেমন থাকে
বাবার শাসন ছিন্ন করে
স্বাধীন সর্বনাশে
কখন যেন জড়িয়ে গেল
নেশা আর সন্ত্রাসে
কথা, সুর, সঙ্গীত ও কণ্ঠঃ লতিফুল ইসলাম শিবলী
অ্যালবামঃ নিয়ম ভাঙ্গার নিয়ম
লেভেলঃ সাউন্ডটেক
প্রকাশকালঃ ১৯৯৯ (১লা বৈশাখ)
Wednesday, June 26, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment