এসো হে অপারের কাণ্ডারি।
পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী।।
প্রাপ্ত পথ ভুলে এবার ভবরোগে ভুগবো কত আর।
তুমি নিজগুনে শ্রীচরণ দাও তবে কূল পেতে পারি।।
ছিলাম কোথায় এলাম হেথায়
আবার আমি যাই যেন কোথায়।
তুমি মনোরথের সারথি হয়ে স্বদেশে লও মনেরই।।
পতিত পাবন নাম তোমার গোসাঁই
পাপী তাপী তাইতে দেয় দোহাই।
ফকির লালন ভনে তোমা বিনে ভরসা কারে করি।।
কণ্ঠঃ দামিনী বসু।
Tuesday, June 4, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment