Monday, September 24, 2012

যখন ভাবের আগুন জ্বলে - ওয়াকিলের গান


যখন ভাবের আগুন জ্বলে,

ভাবুক তখন উদাস ভারি আপনারে ভোলে..

তুমি যতৈ নাচো রঙ্গরসে 
ভাবুকের সামনে এসে,
সে যে চায় না তোমার পানে,
তারে একজনাতেই টানে,
সে যে একজনারেই মানে..
ভাবুক তখন উদাস ভারি আপনারে ভোলে..

হায় রে ভাবুক যখন আসমানেতে 
তারার কথা ভাবে,
মেঘের কথা ভাবে,
চাঁদের কথা ভাবে,
তখন তারে যতৈ ডাকো সারা নাহি পাবে..

হায় রে ভাবুক যখন প্রেম যমুনায়
রঙ্গীন ভেলায় ভাসে,
আহা! মনের সুখে হাসে,
চোখে কতো স্বপন আসে..
তখন তারে যতৈ ডাকো সারা নাহি আসে

ডাউনলোড

0 comments:

Post a Comment