Monday, September 24, 2012

মৃত্যু এসে ডাকলো যখন - সুমন কবির


মৃত্যু এসে ডাকলো যখন,
আমি তখন অনেক দূরে তোমার থেকে..
মরবো তোমায় জড়িয়ে রেখে!..

মৃত্যু এসে ডাকলো যখন,
আমি তখন বাঁচতে চাইছি তৃষ্ঞা নিয়ে..
তোমার জ্বীভে জ্বীভ জড়িয়ে!.. :'|

মৃত্যু এসে ডাকলো যখন,
আমি তোমায় চাইছি তখন আজঁলা পেতে! :'|
আদর খেতে! আদর খেতে! :'|

মৃত্যু শেষে মুখ ফেরালো,
আমি তখন ভাবছি সবই গল্প-গাছা,
একলা থাকা, এইতো বাঁচা!.

0 comments:

Post a Comment