বাতাসে কান পেতে থাকি
, এই বুজি ডাকছ তুমি
আকাশে চোখ মেলে থাকি, এই বুজি পাঠালে চিঠি
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার
একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম
(প্রিয়তমা),
তুমি যে আমার
তোমায় ছাড়া জীবন
আমার, জীবন সেতো নয়
তোমায় নিয়ে অনন্তকাল
বাচতে ইচ্চে হয়
তোমারি জন্য রেখেছি
খুলে সপ্নেরী দুয়ার
হৃদয়েরই পাতায় পাতায়.
তোমারি নাম লিখা
তুমি ছাড়া, পৃথিবীটা, ভীষন একলা একা
0 comments:
Post a Comment