যেভাবেই তুমি সকাল
দেখো সূর্য কিন্তু একটাই
যেভাবেই তুমি সকাল
দেখো সূর্য কিন্তু একটাই।
যত ভাগে ভাগ করনা প্রেম
যত ভাগে ভাগ করনা প্রেম
হৃদয় কিন্তু একটাই।।
অনেকেই বলে মরন অনেক
জীবন সে নাকি একটাই
প্রতিবার প্রেমে নতুন
জনম
জীবন কি করে একটাই?
প্রতিবার প্রেমে নতুন
জনম
জীবন কি করে একটাই?
যত ভাগে ভাগ করনা
প্রেম হৃদয় কিন্তু
একটাই।।
অনেকেই বলে অনেক কথা
কথার কথা তো সবটাই
অনেকেই বলে অনেক কথা
কথার কথা তো সবটাই
কথার বাধনে হৃদয় ফিড়ায়
সঠিক কথা একটাই
কথার বাধনে হৃদয় ফিড়ায়
সঠিক কথা একটাই।
যত ভাগে ভাগ করনা প্রেম
হৃদয় কিন্তু একটাই।।
0 comments:
Post a Comment