Monday, April 2, 2012

বেঁচে থাকার গান - অটোগ্রাফ

যদি কেড়ে নিতে বলে,
কবিতা ঠাঁসা খাতা
যেন কেড়ে নিতে দিব না।
যদি থেমে যেতে বলে, পিঁয়ানো বাঁশি গিটার
যেন আমি থামতে দিব না।
আমি –আমি,জানি-জানি,
চোরাবালি কত খানি-
গিলেছে আমাদের রোদ।
আরে আমি–আমি,জানি-জানি,
প্রতি রাতে হয় রাণী
-হারানো শব্দের খোঁজ।
আর এভাবেই নরম বালিশে-
তোমার ঐ চোখের নালিশে,
বেঁচে থাক রাত পরীদের স্নান-
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
আর এভাবেই সুখের চাদরে-
পরিচিত হাতের আদরে,
সুখে থাক রাত পরীদের স্নান
-ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।

গানের কথা : অনুপম রায়
গায়ক : রূপম ইসলাম ও সপ্তর্ষি মুখার্জী

0 comments:

Post a Comment