এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা
... নিরালায় একা একা, এলো মেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে
এ যেন কল্পনা, মিলন মোহনা
রঙীন চাদর বোনা
এ এমন বিনিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
আঁধারে চুপি চুপি, আঁকাবাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই, এত আপনকরে
এ যেন প্রভাতে, গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া
এ এমন গীতিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
Friday, March 30, 2012
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Darun
Post a Comment