Wednesday, March 28, 2012

ও মা যশোদে তায় আর বল্লে কি হবে - ফকির লালন

ও মা যশোদে তা আর বল্লে কি হবে
গোপালকে যে এঁটো দেই মা
মনে যে ভাব ভেবে ॥



কান্ধে চড়ায় কান্ধে চড়ি
যে ভাব ধরায় সে ভাব ধরি
এসবই বাসনা তারি
বুঝেছি পূর্বে ॥



মিঠার জন্যে এঁটো দিই মা
পাপ-পূণ্যের জ্ঞান থাকেনা
গোপাল খেলে হই সন্ত্বনা
পাপ পূণ্য কে ভাবে ॥



গোপালের সঙ্গে যে ভাব
বলতে আকুল হয় মা তা সব
লালন বলে পাপ পূণ্য লাভ
ভুল হয় গোপালকে সেবে ॥

সাধকদের কাছে গোষ্ঠ গানের গুরুত্ব অপরিসীম। ফকির লালন শাহ সর্বসাকুল্যে আটটি গান লিখেছেন। গানগুলো এক জায়গায় পাওয়া কঠিন। তাছাড়া যা পাওয়া যায় তার অধিকাংশই ভুল। অনেকে গানগুলোর জন্য নানান সময়ে অনুরোধ করেছেন। গানগুলো বিচ্ছিন্ন ভাবে বের না করে সাঁইজীর গোষ্ঠভাব নিয়ে আলোচনাসহ পেশ করলে ভাল হোত। এখন আপাতত নবপ্রাণ আখড়াবাড়িতে গানের ভাবগত ক্রম বজায় রেখে যেভাবে গাওয়া হয় সেই ভাবেই হাজির করছি। সুরের জন্য নবপ্রাণ আখড়াবাড়িতে যোগাযোগ করলেই অনায়াসেই পাওয়া যাবে। - ফরহাদ মযহার

0 comments:

Post a Comment