অবোধ মন তোরে আর কি বলি।
পেয়ে ধন সে ধন সব হারালি।।
মহাজনের ধন এনে ছিটালি রে উলুবনে।
কি হবে নিকাশের দিনে সে ভাবনা কই ভাবলি।।
সই করিয়ে পুঁজি তখন আনলি রে তিন রতি এক মণ।
ব্যাপার করা যেমন তেমন আসলে খাদ মিশালি।।
করলি ভালো বেচাকেনা চিনলি না মন রাং কি সোনা।
লালন বলে মন রসনা কেন সাধুর হাটে এলি।।
Wednesday, March 28, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment