আমি গাই
ঘরে ফেরার গান
উতলা কেন এ প্রাণ
শুধু যে ডাকে
ফিরে আমাকে
বিদেশ বিভূইয়ে পড়ে আছি
তবু ছাড়েনা কেন ছাড়েনা পিছুটান
আমি তাই
এখনো ক্লান্তিহীন
চলেছি রাত্রি দিন
শুনি চমকে যাই থমকে
কোথা হতে যেন ভেসে আসে
শুধু চেনা মুখ
চেনা মন মাঝে অমলীন
ফিরব বললে ফেরা যায় নাকি
পেরিয়েছ দেশ কাল জানো নাকি এসময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়
ফিরব বললে ফেরা যায় নাকি
পেরিয়েছ দেশ কাল জানো নাকি এসময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়
আমি চাই
ফিরে যেতে সেই গাঁয়
বাঁধানো বটের ছায়
সেই নদীটি হাওয়া ঝিরঝির
মনের গভীরে পরে থাকা যত
স্মৃতি বিস্মৃতি কখনো কি ভোলা যায়
আমি প্রায়
এখনো খুঁজি সে দেশ
জানি নেই অবশেষ
মারিচীকা হায়
স্বপ্ন দেখায়
শৈশবে আর ফেরা যাবে নাকি
নেই পথ নেই হারিয়ে গেছে সে দেশ
ফিরব বললে ফেরা যায় নাকি
পেরিয়েছ দেশ কাল জানো নাকি এসময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়
আমি চাই
ফিরে যেতে সেই গাঁয়
বাঁধানো বটের ছায়
সেই নদীটি হাওয়া ঝিরঝির
মনের গভীরে পরে থাকা যত
স্মৃতি বিস্মৃতি কখনো কি ভোলা যায়
আমি প্রায়
এখনো খুঁজি সে দেশ
জানি নেই অবশেষ
মারিচীকা হায়
স্বপ্ন দেখায়
শৈশবে আর ফেরা যাবে নাকি
নেই পথ নেই হারিয়ে গেছে সে দেশ
কণ্ঠশিল্পী - পরমা বন্দ্যোপাধ্যায়
Wednesday, February 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
দুরদান্ত
Post a Comment