Wednesday, January 18, 2012

সভ্য হতে চাইনি কখন - এখনো কান্না

সভ্য হতে চাইনি কখন
বাধিনি ঘর সুরে
শ্যাওলা গায়ে কাদা পায়ে
হারিয়েছি দূরে
সেই দূরে থাকা বৃষ্টির
...কথা ছিল সৃষ্টির
ভেজা পালকের গান

মিথ্যা ছিল বৃষ্টি
তাই ঘুম নাই তাই আলো নাই
অনুভুতি গুলো কোথায় জমাট
আমার কোন প্রাণ নাই

তাই ভয়ে কাপে ঘাস
তাই ভয়ে কাপে ঘাস
ঘাসের কেউ নাই

ভোরের আলোয় শিশুর মুখ
কান্নায় ভেজা চোখ
পেছন ফিরেই মুখোশ বদল
সময়ের সংকট

সেই দূরে থাকা বৃষ্টির
কথা ছিল সৃষ্টির
ভেজা আগুনের গান

0 comments:

Post a Comment