আমায় প্রশ্ন করে এমন সঙ্গী আছে
জীবন নামে শুধাই সেই
ভালোবাসি বলে
কল্পনায় সে ছবি আঁকে
রঙিন স্বপ্ন দিয়ে
ফুলে ফুলে তাই গাঁথে
পরাবে আমায় বলে
কি দেখে সে এমন করে
আমি তা জানিনা
জীবন নামে শুধাই সেই
ভালোবাসি বলে
আমায় প্রশ্ন করে এমন সঙ্গী আছে
জীবন নামে শুধাই সেই
ভালোবাসি বলে
পায়ে নূপুর পরে কাছে আসে
ছন্দের তালে তালে
আড়াল থেকে দাঁড়িয়ে যেনো
চুপি চুপি বলে
ভালো লাগে শুধু জানি
কেনো তা জানিনা
জীবন নামে শুধাই সেই
ভালোবাসি বলে
আমায় প্রশ্ন করে এমন সঙ্গী আছে
জীবন নামে শুধাই সেই
ভালোবাসি বলে
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment