Wednesday, November 23, 2011

আমি তো বুঝিনি

জীবন যে এতো রঙিন
অচেনা এই মুখ
অচেনা এই সুখ
কতোনা ছন্দে
হয়ে ওঠে কতো মধুর

আমি তো আগে কখনো বুঝিনি!

হাসির কণা ছিলো যেনো আমার কাছে
চির ক্লান্তিময় নিঃশ্বাস
কাছে পাবো বলে কাছে ডেকেছি তোমাকে
পূর্ণ হলো সেই বিশ্বাস

আমি তো আগে কখনো ভাবিনি!

জীবন যে এতো রঙিন
অচেনা এই মুখ
অচেনা এই সুখ
কতোনা ছন্দে
হয়ে ওঠে কতো মধুর

আমি তো আগে কখনো বুঝিনি!

তুমিও হেরেছ আর আমি হেরেছি
একই বাঁধনে মালা গেঁথেছি
মৃদু হেসে কাছে এসে দুজনে দুজনকে
দুজনের প্রাণে সাড়া দিয়েছি

আমি তো তবু এখনো বুঝিনি!

জীবন যে এতো রঙিন
অচেনা এই মুখ
অচেনা এই সুখ
কতোনা ছন্দে
হয়ে ওঠে কতো মধুর

আমি তো আগে কখনো বুঝিনি!

0 comments:

Post a Comment