ওগো ভালোবাসা,(শিমুল) তোমায় দিলাম ছুটি, তুমি যাও উড়ে যাও আকাশে,
যদি সত্যিই(কখন) আমার ছিলে, আদৌ যদি আমার (থাকো)ছিলে,
ফিরে আসবেই তুমি (আমি)জানি।
ওগো ভালোবাসা,(শিমুল) তোমায় দিলাম বিদায়, তুমি যাও ভেসে যাও স্বর্গে
যদি স্বর্গীয় সুখ না পাও, অন্তরেও যদি সুখ না পাও; বৃথায় এ জীবন বৃথা
(জেনে রাখো) নরকে যে বেঁচে আছি (এই)আমি।
Rare and Unheard Songs of Maqsood
Saturday, November 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment