সে রূপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক
আয় না চলে ঘোমটা ফেলে নয়ন ভরে দেখ।।
সরল ভাবে যে তাকাবে অমনি সে রূপ দেখতে পাবে।
রূপেতে রূপ মিশে যাবে ঢাকনি দিয়ে ঢাক।।
চাতক পাখির এমনি ধারা অন্য বারি খায় না তারা
... প্রান থাকিতে জ্যান্তে মরা
ঐ রূপ ডালে বসে ডাক।।
ডাকতে ডাকতে রাগ ধরিবে
হৃৎকমল বিকশিত হবে
লালন বলে সেই কমলে হবে মধুর চাক।।
Download
Saturday, November 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment