Monday, October 17, 2011

আবহায়াতের নদী কোনখানে - লালন ফকির

আবহায়াতের নদী কোনখানে।
আগে জিন্দাপীরের খান্দানে যাও
দেখিয়ে দিবে সন্ধানে।।
সেই নদীর পিছল ঘাটা
চাঁদ কোটালে খেলছে রে ভাটা
দীন দুনিয়া জোড়া একটা
মীন আছে তার মাঝখানে।।
মওলার মহিমা রে এমনি
ও সে নদীতে বয় পরশে শুনি
অমর হবে সেই জনে।।
আবহায়াতের মর্ম যে জন পায়
উপাসনার সীমা তারি হয়
সিরাজ সাঁইর আদেশ তাই
অধীন লালন ফকির ভনে।।

0 comments:

Post a Comment