আল্লা বল মন রে পাখী।
ভবে কেউ কারো নয় রে দুখী।।
ভুল নারে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কাণ্ড মিছে
মন রে, আসতে একা যেতে একা
এ ভব পীরিতের ফল আছে কি।।
হাওয়া বন্ধ হলে কিছুই নাই
বাড়ির বাহির করে সবাই
মন রে, কেবা আপন, পর কে তখন
দেখে শুনে খেদে ঝরছে আঁখি।।
গোরের কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবাই জীবন ছাড়তে হয়
ফকির লালন বলে, কারো গোরে
কেউ তো যায় না, থাকতে হয় একাকী।।
Monday, October 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment