মকরোম বলে সাঁই রাব্বানা
আমি আদম গড়ি কেমনে
কোথা পাই সে নকশা নমুনা
... আমি যা দেখি নাই জীবনে
আল্লাহ্ বলেন মকরোমেরে
চেয়ে দেখো আরশ পরে
সত্তর হাজার পর্দার আড়ে
উঠল ছবি গোপনে
মকরোম বানালো দেহ সেথা
বানাতে পারে না মাথা
মোকাম মিমের গিলাফেতে
ঢুকলো রুহু গোপনে
গিলাফেতে ঢুকলো যখন
আদমের ভিতর ছিল কোনজন
লালন কয় তার মাথার গঠন
আমার মুর্শিদ বিনে কে জানে ............ মকরোম বলে সাঁই রাব্বানা আমি আদম গড়ি কেমনে !!!!
Monday, October 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment