ভালোবাসার আকাশ এখানে অসীম নীল.......
ডানা মেলে উড়ে যায় , স্বপ্নের গাঙচিল.... ..
স্নিগ্ধ সকাল,কার প্রতীক্ষায় ক্লান্ত দুপুরথমকে দাড়ায়..... .
এই দিগন্ত,চোখ র সীমানায় কেউ কি ডাকে নিশ্চুপ গভীর মায়ায়..... ...
লালচে সন্ধ্যায় , মায়াবী সুর.......
... এই জোছনা রাতে , হাত রেখে হাতে , হেঁটেচলা বহুদূর.... ...
আমিও দু হাত, ভরে নিলাম মায়াবী অজস্র ভালোবাসায়. ...... শুনিয়ে আজ বলছি তোমাকে.... ..
ভালোবাসি তাই ভালোবেসে যাই....... .
ভালোবাসি তাই ভালোবেসে যাই....
Friday, October 7, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment