Monday, September 19, 2011

এসো হে প্রভু নিরঞ্জন

এসো হে প্রভু নিরঞ্জন।
এ ভব তরঙ্গ দেখে
আতঙ্কেতে যায় জীবন।।
...
তুমি ভক্তি তুমি মুক্তি
অনাদির আদ্যশক্তি
দাও হে আমার ভক্তির শক্তি
যাতে তৃপ্ত হয় ভবজীবন।।

ধ্যান যোগে তোমায় দেখি
তুমি সখা আমি সখী
মম হৃদয় মন্দিরে থাকি
ঐরূপ দাও গো দরশন।।

ত্রিগুনে সৃজিলে সংসার
লীলা দেখে কয় লালন তার
ছাদরাতুল মন তাহার উপর
নূর তাজেল্লার হয় আসন।।

ছাদরাতুল মন তাহার উপর

নূর তাজেল্লার হয় আসন।।

0 comments:

Post a Comment