Tuesday, September 20, 2011

কোথা আছে রে সেই দীন দরদী - লালন সাঁই

কোথা আছে রে সেই দীন দরদী সাঁই?
চেতন-গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই।।
চক্ষু অন্ধ দেলের ধোঁকায়
কেশের আড়ে পাহাড় লুকায়
কি রঙ্গ সাঁই দেখছে সদায়
... বসে নিগুম ঠাঁই।।
জেন্তে যদি না দেখিবে
আর কোথা কিরূপে পাবে
ম’লে গুরু প্রাপ্ত হবে
কিসে বুঝি তাই।।
এখানে না দেখলাম যারে
চিনব তারে কেমন করে
ভাগ্যেতে আখেরে তারে
দেখিতে যদি পাই।।
ঠাউরে ভজন সাধন কর
নিকটে ধন পেতে পার
লালন বলে, নিজ মোকাম ঢোঁড়
বহু দূরে নাই।

0 comments:

Post a Comment