Monday, September 19, 2011

হাওয়ার উপর চলে গাড়ি

হাওয়ার উপর চলে গাড়ি
লাগেনা পেট্রোল ডিজেল
কি চমৎকার গাড়ির মডেল গো
মানুষ একটা দুই চাকার সাইকেল।
দুই চাকায় করেছে খাঁড়া
... যায়গায় যায়গায় স্ক্রুপ মারা
বাহাত্তর হাজার ইস্পাত দিয়া এই সাইকেল গড়া
চিন্তা করে দেখনা একবার দুইশ ছয়টা হয় এক্সেল।
নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে
এক কদম আগে না বারবে হাজার বার মারলেও প্যাডেল।

ডাউনলোড

0 comments:

Post a Comment