তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি রুপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখাশুনা
... তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইলোনা।
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জলছে আগুন আর নিভেনা
আমায় বললে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচেনা।
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রুপসাগরে
বিরলে বসে করো যোগসাধনা
একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিওনা.
দোহারের গানঃ রুপসাগরে, 
গায়কঃ মন বাউল
ডাউনলোড
Monday, September 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment