Wednesday, September 28, 2011

ক্ষম অপরাধ হে দীননাথ - লালন ফকির

ক্ষম অপরাধ হে দীননাথ - কেশে ধরে আমায় লাগাও কিনার

হেলায় যা করো তাই করতে পার

তোমা বিনে পাপীর তাড়ন কে করে?



পাপীকে ত্বরাইতে পতিত পাবন নাম তাইতে - তোমায় ডাকি গুণধাম

আমার বেলায় কেন হল বাম?

তোমার ঐ নামের দোষ রবে সংসারে।।



শুনতে পাই পরম পিতা গো তুমি, অতি অবোধ বালক আমি

সুপথ ভুলে কুপথ ভ্রমি, দাওনা কেন সুপথ স্বরণ করে?



কোথা পইলে হে দয়াল কান্ডারী আর কতোকাল ভাসব দুখের সাগরে

আমায় চরণ ছাড়া করনা হে দয়াল হরি

পাপ করি পামরা বটে দোহাই দেই তোমারই।



অনিত্য সুখ সর্বঠাই তাই দিয়ে জীব ভোলাও হে গোসাই

চরণ দিতে তাতে কেন কর হে চাতুরি?



চরণের যোগ্য মন নয়, তথাপি মন রাঙ্গা চরণ চায়

দয়াল চান্দের দয়া হলে যেত অসুরারী।।



ক্ষম অধীন দাসের অপরাধ, শীতল করে দাও হে দীননাথ

লালন বলে ঘোরাইও না হে মায়াকারী।।

0 comments:

Post a Comment