প্রেম করা কি কথার কথা
প্রেমে মজে হরি নিলো গলায়ে কাঁথা।।
একদিন রাধে মান করিয়ে ছিলেন ধনী শ্যাম ত্যাজিয়ে।
মানের দায়ে শ্যাম যোগী হয়ে মুড়ালে মাথা।।
আর এক প্রেমে মজে ভোলা শ্মশানে মশানে খেলা।
... গলে শুদ্ধ হাড়ের মালা পাগল অবস্থা।।
রূপ সনাতন উজির ছিলো প্রেমে মজে ফকির হলো।
লালন বলে এমনই জেনো প্রেমের ক্ষমতা।।
Monday, September 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment