যেখানে সাঁইর বারামখানা ।
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা ।।
... যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি
বুঝেও তা বুঝতে নারি
কীর্তিকর্মার কি কারখানা ।।
আত্নতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে
কুবৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না ।।
যে ধনে উত্পত্তি প্রাণধন
সে ধনের হল না যতন
অকালের ফল পাকায় লালন
দেখে শুনে জ্ঞান হল না ।।
ডাউনলোড
Tuesday, September 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
এই লিরিকটাই খুজছিলাম । পেয়ে গেলাম আপনার সাইটে । আমার খুব পছন্দের একটা গান কিন্তু লিরিকবিহীন ভালো লাগছিলো না । আপনার প্রয়াস অনেক সুন্দর । অনেকের কাজে লাগবে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Post a Comment