সাম যদি হইতো পোষা পাখি প্রাণসখী
রাখিয়া হৃদয় পিঞ্জরে, পোষিতাম যত্ন করে
এ জনমের মত হইতাম সুখি
প্রাণ সখী ...সাম যদি হইতো পোষা পাখি
...বন্ধু যদি হইতো তরী, আমি হইতাম তার কান্ডারি
জলেতে করিতাম মাখামাখি
বন্ধুয়া হইলে বসন/ অঙ্গেতে করে ধারণ
পোড়া অঙ্গ রাখিতাম ঢাকি, প্রাণসখী
সাম যদি হইতো পোষা পাখি
দূরবীন শাহ্ বলে কাতরে
জিজ্ঞাসিয় পাইলে তারে
আমায় দেখলে কেন যায় সে লুকি?
প্রাণসখী, সাম যদি হইতো পোষা পাখি .
Monday, August 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment