Monday, August 8, 2011

আমার সাধ না মিটিলো আশা না পুরিলো - পান্না লাল ভাট

আমার সাধ না মিটিলো আশা না পুরিলো
সকলই ফুরায়ে যায় মা
জনমের শোধ ডাকি গো মা তরে
কোলে তোলে নিতে আয় মা
আমার সকলই ফুরায়ে যায় মা
...
পৃথিবীর কেউ ভালো তো বাসেনা
এ পৃথিবী ভালবাসিতে জানেনা
যেথা আছে শুধু ভালবাসাবাসি
সেথা যেতে প্রাণ চায় মা
আমার সকলই ফুরায়ে যায় মা

বড় দাগা পেয়ে বাসনা ত্যজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
অনেক কেঁদেছি কাদিতে পারিনা
বুক ফেটে ভেঙ্গে যায় মা
আমার সকলই ফুরায়ে যায় মা

Get this widget | Track details | eSnips Social DNA

0 comments:

Post a Comment