Monday, August 8, 2011

মন আমার দেহ ঘড়ি - ফকির আলমগীর

ঘড়ি দেখতে যদি হয় বা সোনা
চইলা যাও গুরুর কাছে
যেই ঘড়ি তইয়ার করে লুকায় ঘরির ভিতরে
মেকার যদি হইতাম আমি
ঘরির জুয়েল পাল্টাইতাম
...গ্যান নয়ন খুলিয়া যাইতো
দেখতে পাইতাম চোখের সামনে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরি বানাইয়াছে

মন আমার দেহ ঘড়ি
ও একখান চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ধইরা চলতে আছে।।
মাটির একটা কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর
রঙ বেরঙের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর ভাই
দেখতে ঘড়ি কি সুন্দর।
দেহ ঘড়ি চৈদ্দোতলা
তার ভেতরে দশটি নালা
নয়টি খোলা একটি বন্ধ
গোপন একটা তালা আছে।।
এমন সাধ্য কার আছে ভাই
এ ঘড়ি তৈয়ার করে
এই ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে ভাই
লুকায় ঘড়ির ভিতরে।
তিন কাটা বারো জুয়েলে
মিনিট কাটা হইলো ঢিলে
প্রেম নয়নে বুঝলে পরে
দেখতে পারবে চোখের সামনে।।

0 comments:

Post a Comment