দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না
বহুদিন ভাব-তরঙ্গে, ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখাশুনা
...তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইলো না
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা
যে মানুষ চেয়ে-চেয়ে/ খুঁজিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভেনা
এবার বলে বলুক লোকে মন্দ বিরহে প্রাণ আর বাঁচেনা
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা
...
পথিক কয় ভেব না রে/ ডুবে যাও রূপ সাগরে
বিরলে বসে করো রূপ-সাধনা
একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা
Monday, August 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment