Sunday, August 21, 2011

কীর্তিকর্মা খেলা কে বুঝতে পারে - লালনগীতি

কীর্তিকর্মা খেলা কে বুঝতে পারে
যে নিরঞ্জন সে-ই নূরনবি নামটি ধরে
গঠিতে শাঁই সয়াল সংসার একদেহে দুইদেহ হয় তাঁর
আহাদে আহমদ নাম দেখো বিচারে
চারিতে নাম আহমদ হয় মিম হরফ তার নফি কেন কয়
...সে কথাটি জানাও আমায় নিশ্চিত করে
এ মর্ম কাহারে শুধায় ফ্যাসাদ ঝগড়া বাঁধায় সবাই
লালন বলে স্থুল ভুলে যাই তার তোড়ে....

0 comments:

Post a Comment