Sunday, August 21, 2011

নদী ভরা ঢেউ, বুঝো না তো কেউ - লোকগীতি

নদী ভরা ঢেউ, বুঝো না তো কেউ
কেন নিজে তরী বাও, বাও রে
বাইতেছিলো তরী পাগলা ভবা
ভাঙ্গা তরীটা জলে ডুবা ডুবা
চুবানো খেয়ে ধরেছে পায়ে
...ওহে কান্ডারী আমায় বাঁচাও বাঁচাও রে

নদী ভরা ঢেউ, বুঝো না তো কেউ
কেন নিজে তরী বাও, বাও রে

0 comments:

Post a Comment