Monday, August 8, 2011

হরি দিন তো গেলো - কাঙাল হরিনাথ

হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে
তুমি পারের কর্তা শুনে বার্তা ডাকি হে তোমারে
আমি আগে এসে ঘাটে রইলাম বসে
যারা পরে এলো আগে গেলো আমি রইলাম পড়ে
...হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে
শুনি, কড়ি নাই যার তুমি তারে ও করো পার
আমি দীন ভিখারি নাইকো কড়ি দেখো ঝোলা ঝেড়ে
হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে
আমার পারের সম্বল দয়াল নামটি কেবল
দয়া করো মোরে।

1 comments:

Post a Comment