এ দেশেতে এই সুখ হল
আবার কোথা যাই না জানি,
পেয়েছি এক ভাঙ্গা নৌকা
জনম গেল ছেচতে পানি।
...কার বা আমি আমি কেবা আমার
আসল বস্তু ঠিক নাহি তার
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি।
কার দোষ দেব এ ভুবনে
হীন হয়েছি ভজন গুণে
লালন বলে কতদিনে
পাব সাঁই-এর চরণ দু'খানি
ডাউনলোড
Friday, August 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment