কী সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে ।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে ।।
...যেতে পথে কামনদীতে
পাড়ি দিতে ত্রিবেণী
কত ধনীর ভারা যাচ্ছে মারা
পড়ে নদীর তোড় তুফানে ।।
রসিক যাঁরা চতুর তাঁরা
তাঁরাই নদীর ধারা চেনে
উজান তরী যাচ্ছে বেয়ে
তাঁরাই স্বরূপ সাধন জানে ।।
লালন বলে ম'লাম জ্বলে
ম'লাম আমি নিশিদিনে
মনের মানুষ স্থলে রেখে
দেখাও স্বরূপ নীলাঞ্জলে ।।
Saturday, August 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment