বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপা নাচাই রে ২
গরম চায়, চুমুক দি , আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উলটাই রে
কলিং এর ঘন্টা শুনতে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনতে ছুট্টে গিয়ে দরজা খুলি
দারোয়ান দাড়ায় এসে, তোমার দেখা নাই
তোমার দেখা নাই রে , তোমার দেখা নাই
তোমার দেখা নাই রে , তোমার দেখা নাই
চতুর্দিক , অগোছাল , আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়িময় ২
ঘরর ঘর , ফেনের ব্লেডে , আমার ঘুলঘুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে
কলিং এর ঘন্টা শুনতে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনতে ছুট্টে গিয়ে দরজা খুলি
দুধওয়ালার গোফে মাছি তোমার দেখা নাই
টেবিলে , মানিপ্লান্ট শুধু মানির দেখা নাই গো আমার ফাক্কা পকেট রে ২
বারান্দায় রোদ্দুর , আমি আরাম কেদারায় বসে দু পা নাচাই রে
কলিং এর ঘন্টা শুনতে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনতে ছুট্টে গিয়ে দরজা খুলি
সেলসম্যান টাই গোছায় তোমার দেখা নাই
Monday, June 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment