ভেজা সন্ধ্যা… অঝোর বৃষ্টি… দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ… বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে… তুমি আর আমি।
হয়নি বলা কোন কথা… শুধু হয়েছে অনুভূতি।
হাল্কা আঁধার দিচ্ছে ঘিরে… আবছা আলো নিচ্ছে ছুঁয়ে
অল্প করে হোক না শুরু… ভালবাসা এখনও ভীরু। ২
হয়নি বলা কোন কথা… শুধু হয়েছে অনুভূতি। ২
ডাকছে সময় পিছু… বলবে কি মন কিছু
নিবিড় এই ভালবাসা… জড়াল কিছু আশা। ২
হয়নি বলা কোন কথা… শুধু হয়েছে অনুভূতি। ২
ভেজা সন্ধ্যা… অঝোর বৃষ্টি… দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ… বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে… তুমি আর আমি।
হয়নি বলা কোন কথা… শুধু হয়েছে অনুভূতি। ২
এমপিথ্রী ডাউনলোড
ইউটিউব লিংক
Friday, March 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment