সে দিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা ।
এই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না ।।
সে দিন বাতাসে ছিল তুমি জান–আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ।।
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে ।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে ।
এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার–
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ।।
স্বরলিপি
Monday, May 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment