Tuesday, May 4, 2010

উয়ড়া গেল সুয়া পঙ্খি মোর পিন্জিরা ছাড়িয়া

উইড়া গেল সুয়া পঙ্খি মোর পিন্জিরা ছাড়িয়া
উইয়া গেল সুয়া পঙ্খি মোর পিন্জিরা ছাড়িয়া
মন যে আমার পাগলপাড়া জোংলা পাখি যায় না ধরা(২)
ও সে আপন বলে পুষলি যারে
নিঠুর মন ফিরে না চায়


কাচা বাঁশের খাচা ছাড়ি কোনদিন পাখি দেয় যে পাড়ি
কাচা বাঁশের খেচা ছাড়ি কোনদিন পাখি দেয় যে পাড়ি রে
ও সে ভবের বেড়ি পায়ে ঠেলি আকাশ পানে উড়ে যায়
ভবের বেড়ি পায়ে ঠেলি আকাশ পানে উড়ে যায়

0 comments:

Post a Comment