গানেরই খাতায় স্বরলিপি
লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পরে রবে।।
মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নিবে জানি
নেবে না, নেবে না, নেবে না।।
যে ঘুরায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচোঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।
গান শোনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দিবে জানি
দেবে না, দেবে না, দেবে না।।
http://www.MegaShare.com/646317
Password: ganerikhat
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment